News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৫:৪৫, ২১ মার্চ ২০১৫
আপডেট: ১৫:১৯, ১৮ জানুয়ারি ২০২০

সখীপুরে দোকানে আগুন, পুড়ে মরলো কর্মচারী

সখীপুরে দোকানে আগুন, পুড়ে মরলো কর্মচারী

টাঙ্গাইল: জেলার সখীপুর উপজেলার বড়চওনা বাজারে দোকানে অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন তিনজন।

শুক্রবার রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত তিনটার দিকে সখিপুর উপজেলার বড় চওনা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটলে বাজারের পাহারাদার চিৎকার করতে থাকেন। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে সখীপুর ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

অগ্নিকাণ্ডের সময় ঢাকাইয়া স্টোরের কর্মচারী সখিপুর উপজেলার কালিয়া ইউনিয়নের গায়ানমোড় গ্রামের তোতা মিয়ার ছেলে হামিদুল ইসলাল দোকানের ভেতরে আটকা পড়ে দগ্ধ হয়ে মারা যান। এতে আরো তিন জন দগ্ধ হন। তাদের গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

আগুনে বাজারের মোট আটটি দোকান পুড়ে গেছে। ব্যবসায়ীদের দাবি, এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়