ঢাবিতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পারমাণবিক শক্তি কেন্দ্রের সামনে থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকাল ৮টার দিকে লাশটি উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সফিয়ার ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশের পরিচয়, কিংবা হত্যার কারণ এখনও কিছু জানা যায়নি। লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেয়া হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এফই
নিউজবাংলাদেশ.কম