রাজধানীতে শিশুসহ দুই জন খুন
ঢাকা: রাজধানীতে পৃথক স্থানে সাত বছরের এক শিশুসহ দুই জন খুন হয়েছে।
শুক্রবার রাত ও শনিবার সকালে পুলিশ লাশ দুটি উদ্ধার করেছে।
পুলিশ জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পরমাণু শক্তি কমিশনের সামনে থেকে এক যুবকের (৩০) লাশ পড়ে আছে বলে খবর পায় শাহবাগ থানা পুলিশ। পরে সকাল সাড়ে নয়টার দিকে ওই থানার এসআই জামাল লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠান। নিহতের বুকে গলায় ও পিঠে জখমের দাগ চিহ্ন রয়েছে।
অপরদিকে মানিকদি ক্যান্টনমেন্টর এলাকার সবুজছাতা গলির একটি গর্ত থেকে মুশতানি (৭) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছেন ক্যান্টনমেন্ট থানার এসআই ওয়াহিদুজ্জামান। তিনি জানান, শুক্রবার রাত ১২টার দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তে জন্য ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত শিশুর বাবা ফারুক হোসেন জানান, শুক্রবার রাত ১১টার নিখোঁজ হয় মুশতানি। পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে তিনি মেয়ের লাশ দেখতে পান। তার গলায় জখমের কালো দাগ রয়েছে বলে জানান তিনি।
নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এফএ
নিউজবাংলাদেশ.কম