বনশ্রীতে পুলিশের গুলিতে যুবক আহত
ঢাকা: রাজধানীর বনশ্রী প্রজেক্ট এলাকায় পুলিশের গুলিতে এক যুবক আহত হয়েছেন। আহতের নাম রেজা (২৫)।
শুক্রবার রাত ১০টার দিকে এঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী সূত্র জানায়।
তবে এ বিষয়ে জানতে খিলগাঁও থানায় যোগযোগ করা হলে ডিউটি অফিসার এসআই বাদল নিউজবাংলাদেশকে বলেন, ‘আমাদের থানা এলাকায় এ ধরনের কোনো ঘটনা ঘটেছে কিনা, তা আমার জানা নেই। আমি কিছুক্ষণ আগে ডিউটি বুঝে নিয়েছি। আপনি একটু পরে ফোন দিলে জানাতে পারব। তার কথামতো কিছুক্ষণ পরে বেশ কয়েক বার ফোন দিয়েও তাকে আর পাওয়া যায়নি।’
নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এফএ
নিউজবাংলাদেশ.কম