News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:৩০, ১ মার্চ ২০১৫
আপডেট: ২২:০২, ৭ ফেব্রুয়ারি ২০২০

রামুতে সেনানিবাস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রামুতে সেনানিবাস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারের রামুতে নবনির্মিত ১০ পদাতিক ডিভিশনের সেনানিবাস উদ্বোধন করেছেন । 

রোববার বেলা ১১টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে তিনি এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পতাকা উত্তোলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসময় সংবিধান ও গণতন্ত্র রক্ষায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান জানান।

এর আগে ১০টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি ১০ পদাতিক সেনানিবাসের হেলিপ্যাডে অবতরণ করে। এ সময় তাকে অভ্যর্থনা জানান সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া। পরে প্রধানমন্ত্রীকে কুচকাওয়াজের মাধ্যমে রাষ্ট্রীয় সালাম জানান সেনাবাহিনীর প্যারেড কমান্ডার মেজর জয়নুল আবেদীন চিশতি।

অনুষ্ঠানে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, লে. কর্নেল মাজহারুল আল-কবির, একুশে পদকপ্রাপ্ত শ্রীমৎ সত্যপ্রিয় মহাথের ও সরকারের সামরিক-বেসামরিক কর্মকর্তাসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত অংশ নিয়েছেন।

নিউজবাংলাদেশ.কম/ এসআইপি/ এমএম

 

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়