News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:৩৪, ২০ মার্চ ২০১৫
আপডেট: ০৩:৫২, ২৯ অক্টোবর ২০২০

চালু হচ্ছে নিউমোনিয়ার টিকা

চালু হচ্ছে নিউমোনিয়ার টিকা

ঢাকা: বাংলাদেশে নিয়মিত টিকাদান কর্মসূচিতে যুক্ত হচ্ছে নিউমোনিয়ার টিকা, মুখে খাওয়ানো পোলিও টিকার পরিবর্তে  ইনজেকশন।    

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম শনিবার ঢাকায় আনুষ্ঠানিকভাবে নিউমোনিয়ার প্রতিষেধক নিউমো কক্কাল টিকা ও পোলিও ইনজেকশন উদ্বোধন করবেন।

বাংলাদেশের টিকাদান কর্মসূচিতে সহযোগিতা দিয়ে আসা দ্যা গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমুনাইজেশন (গ্যাভি), ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও গ্লোবাল পোলিও ইরাডিকেশন ইনিশিয়েটিভ (জিপিইআই) শুক্রবার এক যৌথ বিবৃতিতে বলেছে, “নিউমোনিয়ার টিকা ও পোলিও টিকার ইনজেকশন চালু হলে বাংলাদেশের ৩০ লাখ শিশু সুফল পাবে।”

২০১৮ সালের মধ্যে বিশ্ব থেকে পোলিও নির্মূল পরিকল্পনার অংশ হিসেবে এ টিকার ইনজেকশন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।   

বাংলাদেশে পাঁচ বছরের নিচে এক-পঞ্চমাংশ শিশুমৃত্যুর  কারণ নিউমোনিয়া। এ রোগের টিকা চালুর বিষয়টি সরকারি পরিকল্পনায় ছিল।

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়