News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৩৬, ২০ মার্চ ২০১৫
আপডেট: ১৫:২০, ১৮ জানুয়ারি ২০২০

অপহৃত ২ ব্যবসায়ীকে শ্রীমঙ্গল-নেত্রকোনা থেকে উদ্ধার

অপহৃত ২ ব্যবসায়ীকে শ্রীমঙ্গল-নেত্রকোনা থেকে উদ্ধার

ঢাকা: রাজধানীর পৃথক দুই স্থান থেকে অপহরণ হওয়া দুই ব্যবসায়ীকে শ্রীমঙ্গল ও নেত্রকোনা থেকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এসময় ৭ জনকে আটকও করা হয়।

শুক্রবার রাত সাড়ে ৯টায় নেত্রকোনার কলমাকান্দা থেকে ব্যবসায়ী মুজিবুর রহমানকে উদ্ধার করেছে পুলিশ। এসময় একজনকে আটক করা হয়েছে বলে নিউজবাংলাদেশক নিশ্চিত করেন পল্লবী থানার এসআই আশরাফ।

তিনি জানান, ১১ মার্চ রাজধানীর পল্লবী থেকে অপহরণ হন ব্যবসায়ী  ‍মুজিবুর রহমান। পরে তার পরিবারের পক্ষ থেকে পল্লবী থানায় একটি অপহরণ মামলাও দায়ের করা হয়। মামলা তদন্তে পুলিশ জানতে পারে মুক্তিপণের জন্য তাকে অপহরণ করা হয়েছে।

পরে মুক্তিপণ দেয়ার কথা বললে মুজিবুর রহমানকে ফেরত দেয়ার আশ্বাস দেয় অপহরণকারীরা। তাদের নির্দেশনা অনুযায়ী কলমাকান্দায় টাকা দেয়ার সময় একজনকে আটকও করা হয়। এসময় সেখান থেকে মুজিবুর রহমানকে উদ্ধার করে পুলিশ।

এদিকে, অপহরণের ৮ দিন পর ব্যবসায়ী ওসমান গণিকে  শ্রীমঙ্গল থেকে উদ্বার করেছে র‌্যাব ৯। এ ঘটনায় আটক করা হয়েছে অপহরণকারী চক্রের ৬ সদস্যকে। র‌্যাবের আইন গণমাধ্যম শাখা সহকারী পরিচালক মাকসুদুল হক নিউজবাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ১২ মার্চ রাজাধানীর উত্তরা থেকে অপহরণ হন ওসামান গণি। পরে তাকে শ্রীমঙ্গল থেকে উদ্ধার করেছে র‌্যাব।

নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়