News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৩৪, ২০ মার্চ ২০১৫
আপডেট: ১৫:২০, ১৮ জানুয়ারি ২০২০

ছাত্রলীগের দুগ্রুপে ধাওয়া-পাল্টা ধাওয়া, ক্যাম্পাসে উত্তেজনা!

ছাত্রলীগের দুগ্রুপে ধাওয়া-পাল্টা ধাওয়া, ক্যাম্পাসে উত্তেজনা!

রাজশাহী বিশ্ববিদ্যালয়: চায়ের দোকানের বেঞ্চে বসা নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগ সভাপতি ও সহ-সভাপতি গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার সন্ধ্যা রাতে বিশ্ববিদ্যালয়ের পুরাতন ফোকলোর মাঠে (ইবলিশ চত্বর) নির্মলের চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সভাপতি গ্রুপের ছাত্রলীগ কর্মী মেহেদী হাসান তার বান্ধবীকে নিয়ে নির্মলের চায়ের দোকানে বসেছিল। এসময় ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ফারুক (রাঞ্জু গ্রুপ) সেখানে গিয়ে ফাঁকা বেঞ্চ দেখতে পেয়ে বসতে চাইলে মেহেদী বাধা দেয়। এ নিয়ে ফারুক তাকে উপর্যুপরি কিল-ঘুষি মারে। পরে বিষয়টি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা ও ছাত্রলীগের সহসভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু বিষয়টি মীমাংসার জন্য যায়।

সেখানে পরিবেশ বিষয়ক সম্পাদক মুস্তাকিম বিল্লাহসহ আরও ছাত্রলীগ নেতাকর্মীরা ঘটানস্থলে গেলে আরও উত্তেজনা বৃদ্ধি পায়। এতে বিষয়টি অমীমাংসিত থেকে যায়।


এ বিষয়ে রাঞ্জু বলেন, মেহেদীর পাশে ফাঁকা বেঞ্চ দেখে ফারুক বসতে চাইলে বসতে দিতে অস্বীকার করে। একপর্যায়ে তাদের মধ্যে মারধরের ঘটনা ঘটে। খবর শুনে আমি সেখানে উপস্থিত হলে সেখানে মেহেদী ও মুস্তাকিমবিল্লাহসহ অর্ধশতাধিক ছাত্রলীগ নেতাকর্মী আমার বুকে পিস্তল তাক করে।


এ বিষয়ে ছাত্রলীগ সভাপতি মিজানুর রহমান রানার সাথে মুঠোফোনে একাধিকবার  যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

এ বিষয়ে মতিহার থানারভারপ্রাপ্ত  কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, “বেঞ্চে বসা নিয়ে ছাত্রলীগের মধ্যে হাতাহাতি হয়েছে।”

পরে ছাত্রলীগ সভাপতি ও অন্যান্য নেতাকর্মী বিষয়টি মীমাংসার জন্য রাজশাহীর সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের বাসায় গেছেন বলে জানান তিনি।

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়