News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:২৩, ২০ মার্চ ২০১৫
আপডেট: ১৫:২০, ১৮ জানুয়ারি ২০২০

জাতীয়করণের দাবি বেসরকারি শিক্ষক-কর্মচারীদের

জাতীয়করণের দাবি বেসরকারি শিক্ষক-কর্মচারীদের

ঢাকা: বেসরকারি স্কুল কলেজের শিক্ষকরা দেশের শতকরা ৯৮ ভাগ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম সম্পন্ন করেন। আর সরকারি শিক্ষকরা সামান্য কিছু শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাদান করেন। অথচ একই পদবীর হওয়ার পরও বেসরকারি শিক্ষকরা প্রাপ্য মর্যাদা পাচ্ছে না, তাই বেসরকারি শিক্ষদের জাতীয়করণ করা হোক।

শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের হল রুমে ন্যাশনাল টিচার্স কাউন্সিল বাংলাদেশের শিক্ষকরা এসব দাবি করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন টিচার্স কাউন্সিলের আহ্বায়ক মো. বদর উদ্দিন হাওলাদার।

লিখিত বক্তব্যে মো. বদর উদ্দিন হাওলাদার বলেন, “আমরা দেশ গঠনে বড় দায়িত্ব পালন করছি। নিজেদের দায়িত্বের পাশাপাশি সরকারের বিভিন্ন কাজ করি তবুও আমরা চরম ভোগান্তিতে আছি।”

তিনি আরও বলেন, “দেশের সব আন্দোলন সংগ্রামে আমরা আগে ছিলাম এখন আছি। তবুও আমরা আমাদের অধিকার পাচ্ছি না। আমরা কি পেলাম? সরকারি ও বেসরকারি শিক্ষদের মাঝে বৈষম্য তীব্র হচ্ছে দিন দিন। আমাদের বেতন থেকে শুরু করে সব কিছুতেই বিশাল ব্যবধান আছে।”

সময় সংবাদ সম্মেলনে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ন্যাশনাল টিচার্স কাউন্সিলের সদস্য সচিব ড. মো. ইদ্রিস আলী, অধ্যক্ষ দিন মোহাম্মদ, অধ্যক্ষ নুরুল ইসলাম প্রমুখ।

নিউজবাংলাদেশ.কম/আরবিএস/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়