২১ দপ্তরির মুখে সুখের হাসি!
ঝিনাইদহ: সংসারে অভাব অনটন, তেমন জমিজমা নেই। চাকরি করে পরিবারের সদস্যদের মুখে খাবার তুলে দিবে এমন লেখাপড়ার যোগ্যতাও নেই। এরা অন্য কেউ নয়। সদ্য চাকরি পাওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২১ দপ্তরি কাম প্রহরী। বর্তমান সরকারের সময়ে প্রাথমিক বিদ্যালয়ে বিনা টাকায় চাকরি পাওয়া এসব দপ্তরির মুখে এখন সুখের হাসি।
জানা গেছে, বর্তমান সরকারের সময়ে দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম প্রহরী নিয়োগের জন্য ঘোষণা দেওয়া হয়। নিয়োগ বিজ্ঞপ্তিতে কালীগঞ্জের ২১ দরিদ্র ব্যক্তি বিনা টাকায় চাকরি পায়। চাকরি পেয়ে তারা আনন্দে আত্মহারা। তাই প্রথম মাসের বেতন পেয়ে এসব দপ্তরিরা মিষ্টি ও ফুল নিয়ে যান স্থানীয় এমপি আনোয়ারুল আজীম আনারের বাসায়।
চাকরি পাওয়া দপ্তরিরা হলেন-এলাকার বিভিন্ন গ্রামের আনু, ওমর, পান্নু, আকরাম, মাসুদ, উজ্জ্বল, মনির, বিল্লাল, আলীম, মিরাজুল, সাহিদ, আলমগীর, রাজু, মহির, জাহিদ, জলিল, আব্দুস সালাম, মোজাম্মেল, সরোয়ার প্রমুখ।
বিনা টাকায় চাকুরি পাওয়ায় চাকরিপ্রাপ্তরা স্থানীয় এমপিকে ধন্যবাদ জানান।
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম