News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৪৪, ২০ মার্চ ২০১৫
আপডেট: ১৫:২০, ১৮ জানুয়ারি ২০২০

ভারতীয় কূটনীতিকের ব্যাগ থেকে ৩৮ হাজার ডলার জব্দ

ভারতীয় কূটনীতিকের ব্যাগ থেকে ৩৮ হাজার ডলার জব্দ

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ভারতীয় এক কূটনীতিকের কাছ থেকে ৩৮ হাজার মার্কিন ডলার জব্দ করেছে শুল্ক বিভাগ। বাংলাদেশি টাকায় এর পরিমান প্রায় ৩০ লাখ।

বৃহস্পতিবার রাতে সন্দ্বীপন ভট্টাচার্য (৪৫) নামের ওই ব্যাক্তির সঙ্গে থাকা স্কুল ব্যাগ থেকে এ ডলার পাওয়া যায় বলে জানান শুল্ক বিভাগের সহকারী পরিচালক উম্মে নাহিদা।

তিনি জানান, “সন্দ্বীপন ভট্টাচার্য ঢাকায় ভারতীয় দূতাবাসে ভিসা কর্মকর্তা হিসেবে কর্মরত। গত রাত ৯টার দিকে ইন্ডিয়ান এয়ারলাইনসে  স্ত্রীকে নিয়ে কলকাতায় যাওয়ার কথা ছিল। এসময় তার ব্যাগ থেকে ৩৮ হাজার ডলার জব্দ করা হয়। তবে; ওই কূটনীতিক দাবি করেছেন, তার স্ত্রী বাংলাদেশের একটি বেসকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। ওই অর্থ তার স্ত্রীর উপার্জিত।”

উল্লেখ্য, সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উত্তর কোরিয়ার এক কূটনীতিকের কাছ থেকে অবৈধ সোনা আটক করা হয়।

নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়