আম্পায়ার ডিস্টার্ব না করলে আমরাই জিততাম: প্রধানমন্ত্রী
ঢাকা: আম্পায়ার ডিস্টার্ব না করলে আমরা জিতেই যেতে পারতাম বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অস্ট্রেলিয়ার মেলবোর্নে বাংলাদেশ ক্রিকেট দলকে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে ফোন করে এ মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, “আমাদের টিম খুব ভালো খেলেছে, খুবই ভালো। আম্পায়ার যদি ডিস্টার্ব না করতো তাহলে তো আমরা জিতেই যেতে পারতাম।”
বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “ইনশাআল্লাহ, ভবিষ্যতে বাংলাদেশ জিতবে এবং বাংলাদেশ একদিন অবশ্যই চ্যাম্পিয়ান হবে।”
প্রধানমন্ত্রী বলেন, “খেলাধুলা আমাদের মধ্যে নতুন প্রাণের সঞ্চার করেছে এবং বাংলাদেশের মানুষও খুব উচ্ছ্বসিত ছিলো খেলায়। আমাদের টিম চমৎকার খেলেছে।”
কোয়ার্টার ফাইনালের ওই ম্যাচ দেখতে যাওয়ার কথা ছিলো উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন, “মন খারাপ করার কিছু নেই। আমাদেরকে যেভাবে হারানো হয়েছে তা সবাই দেখেছে।”
উল্লেখ্য, বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে বৃহস্পতিবার বাংলাদেশকে ১০৯ রানে হারায় ভারত। কিন্তু বাংলাদেশের বিপক্ষে আম্পায়ারদের কয়েকটি সিদ্ধান্ত বিতর্কের জন্ম দেয়। বিশ্বের ক্রিকেট বোদ্ধা ও ভক্তরাও বিষয়টির সামালোচনা করেন।
নিউজবাংলাদেশ.কম/এমএম/এজে
নিউজবাংলাদেশ.কম