আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ডে দুটি ইউনিট বন্ধ
ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রে আগুন লেগে বন্ধ হয়ে গেছে দুটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন। শুক্রবার দুপুর ৩টার দিকে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টা চেষ্টা চালিয়ে বিকেল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে এনেছে।
আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের পরিচালক (কারিগরি) সাজ্জাদুর রহমান জানান, "দুপুরে বিদ্যুৎ কেন্দ্রের সুইচ ইয়ার্ডের ট্রান্সফরমারে আগুন লাগে। এর ফলে জিটি-২ ও জিটি-৩ ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। তবে বন্ধ হয়ে যাওয়া ইউনিট দুটি চালুর জন্য চেষ্টা চলছে।"
অগ্নিকাণ্ডের ফলে বিদ্যুৎ কেন্দ্রের বন্ধ হয়ে যাওয়া ইউনিট দুটির উৎপাদন এখনো (সন্ধ্যা ৭টা ২২ মিনিট) বন্ধ আছে ।
নিউজবাংলাদেশ.কম/এএইচকে
নিউজবাংলাদেশ.কম