বিধবা ধর্ষণ
ধর্ষকদের বিচার দাবিতে মানববন্ধন
বাগেরহাট: বাগেরহাট রামপাল উপজেলার ডাকরা গ্রামে ধর্মীয় অনুষ্ঠান থেকে তুলে নিয়ে এক বিধবাকে গণধর্ষণের ঘটনায় ধর্ষকদের গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বেশ কটি হিন্দু কমিউনিটির সংগঠন শুক্রবার দুপুরে বাগেরহাট শহরের সাধনার মোড় ও প্রেসক্লাবের সামনে মানববন্ধনে অংশ নেন।
বিভিন্ন সম্প্রাদায়ের নেতারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে ধর্ষকদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে তারা বাগেরহাট শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।
ধর্মীয় মহানামযজ্ঞ অনুষ্ঠান থেকে গত ১২ মার্চ রাতে ধরে নিয়ে নৌকায় তুলে ওই বিধবাকে গণধর্ষণের পর পাঁচদিন বাড়িতে আটকে রাখে দুর্বৃত্তরা।
বর্তমানে তিনি বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রামপালে সংখ্যালঘু পরিবারের ওপর নির্যাতনের আলোচিত এ ঘটনায় মামলা দায়ের হলেও রামপাল থানা পুলিশ এখনো অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি।
এ জন্য মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল থেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃবৃন্দ। তারা এ ঘটনায় অবিলম্বে বাবুলসহ জড়িত ক্যাডারদের গ্রেফতারের দাবি জানায়।
জেলা সদরের সাধনার মোড় ও বাগেরহাট প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি শিব প্রসাদ ঘোষ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিলন ব্যানার্জি, পূজা উদযাপন পরিষদ সভাপতি অমিত রায়, জেলা মুক্তিযোদ্ধা সংসদ ডেপুটি ইউনিট কমান্ডার শেখ আব্দুল জলিল, বাগেরহাট প্রেসক্লাব সাবেক সভাপতি বাবুল সরদার, বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সরদার মাসুদুর রহমান প্রমুখ।
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম