News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:০১, ২০ মার্চ ২০১৫
আপডেট: ১৩:৫০, ১৮ জানুয়ারি ২০২০

সন্দেহ অজয় রায়ের

অভিজিৎ হত্যায় বুয়েট শিক্ষক জড়িত

অভিজিৎ হত্যায় বুয়েট শিক্ষক জড়িত

ঢাকা: বিজ্ঞান লেখক ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা ড. অভিজিৎ রায়ের হত্যাকাণ্ডে বুয়েট শিক্ষক জড়িত থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করছেন তার বাবা পদার্থবিদ ড. অজয় রায়।

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে আয়োজিত এক নাগরিক সমাবেশে অজয় রায় এ সন্দেহের কথা বলেন।

হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতায় হতাশা প্রকাশ করে তিনি বলেন, “অভিজিৎ রায়ের হত্যাকাণ্ডের সঙ্গে বুয়েটের তারিক ফারসীম মান্নান নামের এক শিক্ষকসহ শিবিরের কয়েকজনের বিষয়ে আমার অনুসন্ধানের সার্বিক চিত্র গোয়েন্দা সংস্থার কাছে তুলে ধরেছি। অথচ একমাস পেরিয়ে গেলেও এ বিষয়ে কোনো অগ্রগতি নেই।”

তারিক ফারসীম মান্নান নামের বুয়েটের শিক্ষকের বিষয়ে অজয় রায় বলেন, “ফারসীম মান্নানের গতিবিধি ও তার চরিত্র আমার কাছে প্রশ্নবিদ্ধ বলে মনে হচ্ছে। যিনি ফেসবুকের মাধ্যমে সোহরাওয়ার্দী উদ্যানে আলোচনার ব্যবস্থা করেন। যাতে ১১ জন অতিথির মধ্যে অনাহূত চার-পাঁচজন উপস্থিত ছিল।”

অজয় রায় আরও বলেন, “সিআইডি, গোয়েন্দা বিভাগ ও ডিবিকে সবার নামসহ সার্বিক বিষয়টি জানানো হয়েছে। উন্নত প্রযুক্তির মাধ্যমে এফবিআই এ হত্যাকাণ্ডে জড়িতদের বের করতে পারবে আশা করি। সেই সঙ্গে তাদের মদদদাতা মৌলবাদী গোষ্ঠীর মুখোশও উন্মোচিত হবে।”

সেদিনের ঘটনার বর্ণনা করতে গিয়ে অজয় রায় জানান, উদ্যানে শুদ্ধস্বরের প্রকাশনা অনুষ্ঠানে সাড়ে ছয়টা থেকে সাতটা পর্যন্ত অবস্থান করে অভিজিৎ ও স্ত্রী বন্যা। সবশেষে অভিজিৎ বক্তব্য দিয়ে ছায়াবীথি ও অবসর প্রকাশনীর মাঝখানে ত্রিপল বিছানো উন্মুক্ত জায়গায় বসেন তারা। এখানে রাত আটটা পর্যন্ত আলোচনা হয়। যেটা ফেসবুকের মাধ্যমে ফারসীম মান্নান আয়োজন করে। জিরো টু ইনফিনিটি ও পাই নামের ম্যাগাজিনের লোকজন উপস্থিত ছিল এখানে। যাদের সঙ্গে শিবিরের সংশ্লিষ্টতা রয়েছে।

অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে সমাবেশের শুরুতে অভিজিতের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন সংগঠন। নাগরিক সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য নূহ উল আলম লেনিন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) মুজাহিদুল ইসলাম সেলিম, ন্যাপ সভাপতি পঙ্কজ ভট্টাচার্যসহ শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।

নিউজবাংলাদেশ.কম/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়