লাশ নিয়ে আ.লীগ-বিএনপির পাল্টাপাল্টি দাবি
লক্ষ্মীপুর: সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পূর্ব শেরপুর-কাশিপুর এলাকায় কাজি বাড়ির সুপারিবাগানে গাছের সঙ্গে হাত-পা বাঁধা অবস্থায় গোলাম মওলা নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় বিএনপি-আওয়ামী লীগ নিহতকে তাদের লোক বলে পাল্টাপাল্টি দাবি করছে।
আজ শুক্রবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশের দেহে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে পিটিয়ে-কুপিয়ে হত্যা করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত গোলাম মাওলা জেলার সিমান্তবর্তী নোয়াখালীর চাটখিলের সুবহানপুর চৌকিদার বাড়ির আবদুল মান্নানের ছেলে। বুধবার রাতে সুবাহানপুর এলাকার বাহিনী প্রধান মোর্শেদকে চাটখির থানা পুলিশ গ্রেফতার করে।
গ্রেফতারের কথা পুলিশ অস্বীকার করলে গোলাম মাওলাসহ তার অনুসারীরা সুবহানপুর বাজারে বৃহস্পতিবার বিক্ষোভ ও সড়ক অবরোধ করে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লিয়াকত আলী ভুট্টো নিউজবাংলাদেশকে জানান, গোলাম মওলা বিএনপির দলীয় কর্মী। সন্ত্রাসীরা গোলাম মওলাকে ধরে নিয়ে হত্যা করেছে। আরেকদিকে স্থানীয় আওয়ামী লীগ সভাপতি আবদুল মতিন চৌধুরী দাবি করেন, গোলাম মওলা তাদের পক্ষের লোক।
দত্তপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জামাল উদ্দিন নিউজবাংলাদেশকে জানান, মওলাকে সন্ত্রাসীরা পিটিয়ে-কুপিয়ে হত্যা করে সুপারিবাগানে ফেলে রেখে গেছে। হত্যার কারণ এখনো জানা যায়নি।
তিনি আরো বলেন, অভিযোগ পেলে হত্যাকান্ডে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
নিউজবাংলাদেশ.কম/এটিএস
নিউজবাংলাদেশ.কম