News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:১৮, ২০ মার্চ ২০১৫
আপডেট: ০৩:৫১, ১৮ জানুয়ারি ২০২০

‘৩ বছরের মধ্যে পদ্মা সেতু দিয়ে যাতায়াত সম্ভব হবে’

‘৩ বছরের মধ্যে পদ্মা সেতু দিয়ে যাতায়াত সম্ভব হবে’

সাভার: দেশকে ধ্বংস ও অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে গভীর ষড়যন্ত্র চলছে। এরপরও দেশের অর্থনীতি মজবুত রয়েছে। ৩ বছরের মধ্যে অর্থাৎ ২০১৮ সালের মধ্যে পদ্মা সেতু দিয়ে যাতায়াত সম্ভব হবে। একথা বলেছেন খাদ্যমন্ত্রী অ্যাড. কামরুল ইসলাম।

আজ শুক্রবার দুপুরে ভাকুর্তা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, খালেদা জিয়া আন্দোলনের নামে স্কুল পোড়াচ্ছেন। সারাদেশে স্বাভাবিক অবস্থা বিরাজ করলেও চোরাগোপ্তা হামলা চলছে।

খাদ্যমন্ত্রী আরো জানান, সহিংসতার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা হবে। আইন সবার জন্য সমান। কাউকে ছাড় দেয়া হবে না।

এসময় আরো উপস্থিত ছিলেন, এ বিদ্যালয়ের সভাপতি আতাউর রহমান, ঢাকা জেলা পরিষদের প্রশাসক হাসিনা দৌলা, সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব প্রমুখ।

নিউজবাংলাদেশ.কম/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়