News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৫৭, ২০ মার্চ ২০১৫
আপডেট: ০৩:৫১, ১৮ জানুয়ারি ২০২০

নারীর বিয়ের বয়স ১৮ এর বেশি হওয়া উচিত

নারীর বিয়ের বয়স ১৮ এর বেশি হওয়া উচিত

ঢাকা: নারীর বিয়ের বয়স ১৬ কিংবা ১৮ নয়, বরং আরো বেশি হওয়া উচিত।

শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে উইমেন এনভয় আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বক্তারা এ মত প্রকাশ করেন।

নারীর বিয়ের বয়স ১৬ বছর করার সরকারি সিদ্ধান্তের বিপক্ষে যুক্তি উপস্থাপন করে আলোচকরা বলেন, ‘নারীদের শারীরিক ভারসাম্য, মানসিক চিন্তা এবং সামাজিক গ্রহণযোগ্যতা বিচার করলে এ সিদ্ধান্ত ভুল হয়েছে।’

তারা আরো বলেন, ‘আমাদের দেশে মাতৃমৃত্যুর হার বেশি। কারণ নারীদের বিয়ে তাড়াতাড়ি হয়ে যায়। মাতৃমৃত্যুর হার কমাতে চাইলে অবশ্যই বিয়ের বয়স বাড়াতে হবে। শুধু তাই নয়, ছেলেদের বিয়ের বয়সও ২১ এর বেশি হওয়া উচিত। সমাজকে নতুন করে গড়ার জন্য আমাদের আবারো এই বিষয় নিয়ে ভাবতে হবে।’

গোলটেবিল বৈঠকে সরকারকে দুটি প্রস্তাব দেয়া হয়। এগুলো হলো সরকার যেন নারীর বিয়ের বয়স ১৬ বছর করা সংক্রান্ত প্রস্তাবটি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রত্যাহার এবং প্রান্তিক মা-বাবাদের মেয়েদের বিয়ে দেয়ার চেয়ে মেয়েদের শিক্ষাদানের ক্ষেত্রে বেশি আগ্রহী করে তোলার জন্য প্রকল্প গ্রহণ করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উইমেন এনভয় এর সভাপতি শিখা ভূঁইয়া এবং প্রস্তাব উপস্থাপন করেন জিনাত হুদা। এ ছাড়াও আলোচনায় অংশ নেন বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

নিউজবাংলাদেশ.কম/আরবিএস/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়