রাবিতে ককটেল উদ্ধার
রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রবীন্দ্র কলাভবনের তৃতীয় তলার আইবিএ অফিসের পাশ থেকে ককটেল উদ্ধার করা হয়েছে।
শুক্রবার দুপুর ১২টার দিকে বস্তুটি উদ্ধার করে মতিহার থানা পুলিশ।
জানা যায়, শুক্রবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র কলাভবনের তৃতীয় তলায় আইবিএ অফিসের পাশে একটি ককটেল সদৃশ বস্তু দেখা গেলে দায়িত্বরত কর্মচারী মতিহার থানা পুলিশকে খরব দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে এটি উদ্ধার করে।
এ বিষয়ে মতিহার থানার ওসি আব্দুর রউফ বলেন, ‘আমরা জানতে পেরে ঘটনাস্থল থেকে একটি ককটেল উদ্ধার করে তাৎক্ষণিকভাবে নিস্ক্রিয় করি। তবে এটি দেখতে অনেকটা ক্রিকেট বলের আকৃতির মতো। কে বা কারা ককটেলটি রেখে গেছে তা জানা যায় নি।’
নিউজবাংলাদেশ.কম/এফএ
নিউজবাংলাদেশ.কম