‘ভীত না হয়ে জীবনযাত্রা স্বাভাবিক রাখতে হবে’
কুষ্টিয়া: নাশকতা প্রতিরোধে দলমত নির্বিশেষে সবাইকে জাতীয় চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে। সন্ত্রাসীদের ভয়ে ভীত না হয়ে জীবনযাত্রা স্বাভাবিক রাখতে হবে। একথা বলেছেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান।
আজ শুক্রবার সকালে কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নাশকাতারোধ ও সড়কপথে সুষ্ঠুভাবে নিরাপদ যানবাহন চলাচল শীর্ষক মতিবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এসময় শাজাহান খান জানান, সরকার জনগণের জানমালের নিরাপত্তা দিতে বদ্ধপরিকর। এর জন্য সড়কপথে যান চলাচল স্বাভাবিক রাখতে প্রশাসনের সাহসী ভূমিকা অব্যাহত রাখতে হবে। একই সঙ্গে নাশকতামূলক কর্মকান্ড প্রতিহত করতে জনগণকে সচেতন থাকতে হবে।
তিনি আরো বলেন, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের চলমান হরতাল-অবরোধে জীবনবাজি রেখে পরিবহন মালিক-শ্রমিকেরা রাস্তায় গাড়ি নামাচ্ছেন। এজন্য তিনি তাদেরকে ধন্যবাদ জানান।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, জেলা পরিষদ প্রশাসক আলহাজ জাহিদ হোসেন জাফর, জেলা মুক্তিযাদ্ধা সংসদের কমান্ডার নাসিম উদ্দিন আহম্মেদ প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন, মেহেরপুর ও চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও পুলিশ সুপার এবং কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গার সড়ক পরিবহন মালিক-শ্রমিক-কর্মচারী-মুক্তিযাদ্ধাসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা।
নিউজবাংলাদেশ.কম/এটিএস
নিউজবাংলাদেশ.কম