ককটেলসহ বোমা হামলা মামলার আসামি গ্রেফতার
ঢাকা: গুলশানে নৌ-মন্ত্রীর মিছিলে বোমা হামলা মামলার অন্যতম আসামি রেজাউর রহমানকে ২০টি ককটেলসহ রাজধানীর যাত্রাবাড়ী থেকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার রাত আড়াইটায় যাত্রাবাড়ী ফ্লাইওভারের পাশ থেকে রেজাউরকে আটক করা হয় বলে নিউজবাংলাদেশকে নিশ্চিত করেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মাকসুদুল হক।
তিনি দাবি করেন, রেজাউর গুলশানে নৌ-মন্ত্রীর মিছিলে বোমা হামলার মামলার অন্যতম আসামি।
প্রসঙ্গত, চলমান অবরোধ-হরতাল কর্মসূচি প্রত্যাহারের দাবিতে গত ১৬ ফেব্রুয়ারি শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের ব্যানারে নৌমন্ত্রী শাহজাহান খানের নেতৃত্বে একটি মিছিল গুলশানে বিএনপি নেত্রীর কার্যালয়ের উদ্দেশ্যে যাওয়ার পথে বোমা হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ১১ জন আহত হন।
নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এফই
নিউজবাংলাদেশ.কম