বৈষম্য বিলোপ আইন বাস্তবায়নে মানববন্ধন
নাটোর: বৈষম্য বিলোপ আইন দ্রুত বাস্তবায়নসহ চার দফা দাবিতে নাটোর প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আর্ন্তজাতিক বর্ণ-বৈষম্য বিলোপ দিবস উপলক্ষে ‘মর্যাদা প্রতিষ্ঠায় চাই বৈষম্য বিলোপ আইন’ শ্লোগান নিয়ে শুক্রবার দুপুরে এ কর্মসূচি পালিত হয়।
এর আগে শহরের উত্তর চৌকিরপাড় হরিজন পল্লী থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাটোর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে সেখানে চার দফা দাবি বাস্তবায়নে মানববন্ধন করে হরিজন ও দলিত সম্প্রদায়রা।
মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি ও চাকুরী ক্ষেত্রে হরিজন কোটা বরাদ্দ, ভিজিএফ-ভিজিডিসহ বিভিন্ন কর্মসূচিতে হরিজনদের সম্পৃক্তকরণ, সরকারী পরিপত্র অনুযায়ী পৌরসভা, সিটি করপোরেশনে ৮০ ভাগ নিয়োগ এবং হরিজন দলিত সম্প্রদায়ের মর্যাদা প্রতিষ্ঠায় বৈষম্য বিলোপ আইন দ্রুত বাস্তবায়নের দাবি জানান বক্তারা।
মানববন্ধনে হরিজন ঐক্য পরিষদের নাটোর শাখার সভাপতি রনজিত বাবুসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
নিউজবাংলাদেশ.কম/এমএইচ/এফই
নিউজবাংলাদেশ.কম