News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৬:৪৪, ২০ মার্চ ২০১৫
আপডেট: ০৩:৫২, ১৮ জানুয়ারি ২০২০

জুতার ভেতর থেকে ৯০ লাখ টাকার সোনা উদ্বার

জুতার ভেতর থেকে ৯০ লাখ টাকার সোনা উদ্বার

চট্টগ্রাম: শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে এক যাত্রীর জুতার ভেতর থেকে ৯০ লাখ টাকার অবৈধ সোনা উদ্ধার করেছে বিমানবন্দর শুল্ক বিভাগ। জাহাঙ্গীর আলম নামে ওই যাত্রীকে আটক করা হয়েছে।

আজ শুক্রবার সকালে এতথ্য নিউজবাংলাদেশকে নিশ্চিত করেছেন বিমানবন্দর শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক উম্মে নাহিদা।

তিনি জানান, জাহাঙ্গীর আলম সকাল সাড়ে ১১টায় অ্যারাব অ্যারাবিয়া এয়ারলাইন্সের জি ৯৮৯১ নম্বর ফ্লাইটে শাহ আমানত বিমান বন্দরে অবতরণ করেন। গ্রীন চ্যানেল এলাকা পেরোনোর সময় তার হাঁটার গতিবিধ সন্দেহজনক মনে হয়।

নাহিদা আরো জানান, এরপর জাহাঙ্গীরের দেহ তল্লাশি করে এ সোনা উদ্ধার করা হয়। সোনাগুলি ছোট ছোট ১৬টি বারে বিভক্ত ছিল। যারা প্রতিটিতে ১০ তোলা করে সোনা ছিল।

উম্মে নাহিদা জানান, আটককৃত জাহাঙ্গীর আলমের দেশের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়।

নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়