News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৬:৩১, ২০ মার্চ ২০১৫
আপডেট: ০৩:৫২, ১৮ জানুয়ারি ২০২০

শুভেচ্ছা সফরে বাংলাদেশে ভারতীয় নৌবাহিনীর জাহাজ

শুভেচ্ছা সফরে বাংলাদেশে ভারতীয় নৌবাহিনীর জাহাজ

ঢাকা: চারদিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছে ভারতীয় নৌবাহিনী ও কোস্টগার্ডের তিনটি প্রশিক্ষণ জাহাজ ‘আইএনএস তীর’, ‘আইএনএস কেশরী’ ও ‘আইসিজিএস ভেরুণা’।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর সূত্রে এ খবর জানা গেছে।

বৃহস্পতিবার জাহাজগুলো চট্টগ্রাম বন্দর জেটিতে এসে পৌঁছালে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন এ কে এম এম শেরাফুল্লাহ স্বাগত জানান। এসময় নৌবাহিনীর সুসজ্জিত বাদকদল ঐতিহ্যবাহী রীতিতে ব্যান্ড পরিবেশন করে।

স্বাগত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার ও ডিফেন্স অ্যাটাশেসহ নৌবাহিনীর পদস্থ কর্মকর্তারা। এর আগে সফরকারী জাহাজ তিনটি বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছালে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘সাংগু’ অভ্যর্থনা জানায়।

ভারতীয় নৌবাহিনীর জাহাজ তিনটিতে প্রশিক্ষণার্থী কর্মকর্তাসহ মোট ২৮৫ জন কর্মকর্তা ও ৫৬০ জন নাবিক রয়েছেন। ‘আইএনএস তীর’, ‘আইএনএস কেশরী’ ও ‘আইসিজিএস ভেরুণা’ জাহাজে যথাক্রমে ক্যাপ্টেন এস আর আয়ার, কমান্ডার কে শংকর ও কমান্ডার এন রবি অধিনায়কের দায়িত্বে রয়েছেন। সফরকারী জাহাজের অধিনায়করা চট্টগ্রাম নৌ অঞ্চলের আঞ্চলিক অধিনায়কদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়াও সফরকারী জাহাজের কর্মকর্তা ও নাবিকরা বাংলাদেশ নেভাল একাডেমি, এসএমডব্লিউটি, বানৌজা শহীদ মোয়াজ্জমসহ নৌবাহিনীর বিভিন্ন জাহাজ ও ট্রেনিং স্কুল, দর্শনীয় স্থান পরিদর্শন করবেন। পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা, নাবিক এবং বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীগণ ভারতীয় জাহাজ পরিদর্শন করবেন।

ভারতীয় নৌবাহিনী ও কোস্টগার্ড জাহাজের এই শুভেচ্ছা সফরের ফলে বাংলাদেশ ও ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তা, ক্যাডেট ও নাবিকদের পারস্পরিক প্রশিক্ষণ সংক্রান্ত কার্যক্রম ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা যায়। শুভেচ্ছা সফর শেষে জাহাজ তিনটি ২২ মার্চ বাংলাদেশ ত্যাগ করবে।

নিউজবাংলাদেশ.কম/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়