কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাতে কারাগারে পরিবার
জামায়াতে ইসলামীর এই সহকারী সেক্রেটারি জেনারেলের স্ত্রী নুরুন্নাহারসহ পরিবারের আট সদস্য শনিবার সকাল ১০টা ৪০ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ঢোকেন। সাক্ষাৎ শেষে বেলা সাড়ে ১১টায় তারা বেরিয়ে আসেন বলে জেল সুপার মো. ফরমান আলী জানিয়েছেন।
নুরুন্নাহারের সঙ্গে তাদের মেয়ে আতিয়া নূর, পুত্রবধূ শামীম আরা, কামারুজ্জামানের ভাতিজি রোকসানা, শাহানা জেবিন ও আফরোজা, ভাগনে মনোয়ার হোসেন ও শ্যালক আবুল কালাম আজাদ ছিলেন।
কামারুজ্জামানের সঙ্গে দেখা করে বেরিয়ে আসার পর কারাফটকে অপেক্ষমাণ সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি তার পরিবারের কোনো সদস্য।
তবে এই জামায়াত নেতার আইনজীবী সাবেক ছাত্রশিবির নেতা শিশির মনির সাংবাদিকদের বলেন, “কামারুজ্জামান সুস্থ আছেন, ভালো আছেন।”
আপিল বিভাগের চূড়ান্ত রায় পুনর্বিবেচনার (রিভিউ) জন্য কবে আবেদন করা হবে জানতে চাইলে সরাসরি উত্তর না দিয়ে তিনি বলেন, “পূর্ণাঙ্গ রায়ের ১৫ দিনের মধ্যে রিভিউ করতে হয়। সেই সময় অতিক্রান্ত হওয়ার আগেই রিভিউ করা হবে।”
আপিল বিভাগের রায় প্রকাশের পর কামারুজ্জামানের মৃত্যু পরোয়ানা জারি হয়। গত ১৯ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর তিন বিচারক মৃত্যু পরোয়ানায় সই করলে নিয়ম অনুযায়ী তা ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়, পড়ে শোনানো হয় কামারুজ্জামানকে। এর মধ্য দিয়ে শুরু হয় দণ্ড কার্যকরের প্রক্রিয়া।
নিউজবাংলাদেশ.কম