News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০২:৪১, ২০ মার্চ ২০১৫
আপডেট: ০৫:১৭, ৪ ফেব্রুয়ারি ২০২০

নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডে দগ্ধ আরো একজনের মৃত্যু

নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডে দগ্ধ আরো একজনের মৃত্যু

ঢাকা: নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডে দগ্ধ আরো একজনের মৃত্যু হয়েছে।

আসলাম (২৭) নামে ওই ব্যক্তি বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল উজবাংলাদেশকে জানান, আগুনে আসলামের শরীরের ৮০ ভাগ পুড়ে গিয়েছিল।

তিনি জানান, নারায়ণগঞ্জের অগ্নিকাণ্ডের ঘটনায় ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হয়েছিলেন ছয় জন। এর মধ্যে ৩ জন মারা গেছেন। বাকি তিন জন চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে বৃহস্পতিবার দুপুরে একটার দিকে ফেরদৌস আরমান (৩০) নামে একজনের মৃত্যু হয়। তার শরীরের ৪০ ভাগ পুড়েছিল। অগ্নিকাণ্ডের পরদিন অর্থাৎ ১৬ মার্চ সকালে বৈদ্যুতিক মিস্ত্রি আসলামের ভাই নাসির উদ্দিন (৩০) মারা যান। তার শরীরের শতকরা ৯৫ ভাগ পুড়ে গিয়েছিল।

উল্লেখ্য, ১৫ মার্চ সন্ধ্যায় নারায়ণগঞ্জ পঞ্চবটির রূপসী হাউজিং এলাকার একটি পাঁচ তলা ভবনের নিচতলায় সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (এসএসএস) নামের একটি এনজিও কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ অগ্নিকাণ্ডে তারা দগ্ধ হন।

নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়