News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:১৩, ১৯ মার্চ ২০১৫
আপডেট: ০৩:৫২, ১৮ জানুয়ারি ২০২০

গুলি করে সাত লাখ টাকা ছিনতাই

গুলি করে সাত লাখ টাকা ছিনতাই

রাজশাহী: রাজশাহীর পুঠিয়া উপজেলার হোসেনের মোড় বটতলা এলাকায় এক ব্যবসায়ীর পায়ে গুলি করে সাত লাখ টাকা ছিনতাই করে নিয়েছে ছিনতাইকারীরা।

গুরুতর আহত ব্যবসায়ী নিরদ মোহন্তকে (৫০) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ছয় নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

পুঠিয়া থানার ওসি (তদন্ত) হাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ছটার দিকে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

তিনি জানান, আহত ব্যবসায়ী নিরদ মোহন্ত পুলিশকে জানিয়েছেন, “তিনি ভুট্টা বিক্রির সাত লাখ টাকা নিয়ে বাড়ি যাচ্ছিলেন। সন্ধ্যায় তিন-চারজন ছিনতাইকারী তার পায়ে গুলি করে টাকা নিয়ে পালিয়ে যায়।”

ওসি হাফিজুর রহমান আরও জানান, “বিষয়টি পারিবারিক ঘটনাও হতে পারে। তদন্ত করে দেখা হচ্ছে।”

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়