News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:০১, ১৯ মার্চ ২০১৫
আপডেট: ০৩:৫২, ১৮ জানুয়ারি ২০২০

শুক্রবার পূর্ণ সূর্যগ্রহণ

শুক্রবার পূর্ণ সূর্যগ্রহণ

ঢাকা: শুক্রবার ঘটতে যাচ্ছে পূর্ণ সূর্যগ্রহণ, তবে বাংলাদেশে গ্রহণটি দৃশ্যমান হবে না।

বাংলাদেশ সময় বেলা ১টা ৪১ মিনিটে গ্রহণ শুরু হয়ে শেষ হবে বিকাল ৫টা ৫০ মিনিটে। কেন্দ্রীয় গ্রহণ বাংলাদেশ সময় বিকাল ৩টা ১২ মিনিট ৪২ সেকেন্ডে শুরু হয়ে বিকাল ৪টা ১৮ মিনিট ১২ সেকেন্ডে শেষ হবে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সর্বোচ্চ গ্রহণ বাংলাদেশ সময় বিকাল ৩টা ৪৫ মিনিট ৩৬ সেকেন্ডে ঘটবে। গ্রহণের সর্বোচ্চ মাত্রা হবে ১ দশমিক ০৪৫ ও এর স্থায়িত্ব হবে ২ মিনিট ৫০ সেকেন্ড।

আইএসপিআর জানায়, মৌরিতানিয়ার কেপ ভার্দে দ্বীপপুঞ্জের পশ্চিমে আটলান্টিক মহাসাগরে ২০ মার্চ স্থানীয় মান সময় সকাল ৬টা ৭ মিনিট ৫৭ সেকেন্ডে সূর্যগ্রহণ শুরু হয়ে রাশিয়ার ক্রাসনোয়ার্স্ক শহরের দক্ষিণে স্থানীয় মান সময় সন্ধ্যা ৬টা ৬ মিনিট ২৫ সেকেন্ডে শেষ হবে।

তারা আরও জানায়, কানাডার কার্টরাইট শহরের পূর্বে আটলান্টিক মহাসাগরে স্থানীয় মান সময় সকাল ৬টা ৮ মিনিট ৪৮ সেকেন্ডে কেন্দ্রীয় গ্রহণ শুরু হয়ে রাশিয়ার সেভেরনায়া দ্বীপের উত্তর-পশ্চিমে আর্কটিক মহাসাগরে স্থানীয় মান সময় বিকাল ৪টা ৪৭ মিনিট ৪৫ সেকেন্ডে শেষ হবে। ডেনমার্কের ফ্যারো দ্বীপপুঞ্জের উত্তর-পশ্চিম দিকে স্থানীয় মান সময় সকাল ৯টা ১৯ মিনিট ১ সেকেন্ডে সর্বোচ্চ গ্রহণ ঘটবে। শুধু এ স্থানেই গ্রহণের সর্বোচ্চ মাত্রা হবে ১ দশমিক ০৪৫ ও এর স্থায়িত্ব হবে ২ মিনিট ৫০ সেকেন্ড।

নিউজবাংলাদেশ/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়