শাহজালালে কোটি টাকার অবৈধ মালামাল জব্দ
ঢাকা: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কুরিয়ার সার্ভিস জোন থেকে ২ কোটি টাকার অবৈধ মালামাল আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
আটক মালামালের মধ্যে রয়েছে ১৪টি আইফোন, ৩৫টি স্যামসাং মোবাইল সেট, এক হাজার পিস বিদেশি কাপড়, দুইহাজার মেমোরি কার্ড ও বিভিন্ন ধরনের আমদানি নিষিদ্ধ ওষুধ।
বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে বিমানবন্দরের কুরিয়ার সার্ভিস থেকে অবৈধ এসব মালামাল আটক করা হয়। কাস্টমস কর্তৃপক্ষের সহকারী কমিশনার রিয়াজুল ইসলাম নিউজবাংলাদেশকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশের আড়ালে লুকিয়ে এসব অবৈধ মালামাল আনা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিমান বন্দরের কুরিয়ার সার্ভিস জোন থেকে এসব মালামাল উদ্ধার করা হয়। যেসব প্রতিষ্ঠানের নামে কম্পিউটারের যন্ত্রাংশগুলো আনা হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান রিয়াজুল।
এর আগে ১০ মার্চ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পোস্ট অফিসে অভিযান চালিয়ে প্রায় ১ কেজি ওজনের আটটি সোনার বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। জব্দ করা সোনার মূল্য প্রায় ৫০ লাখ টাকা।
নিউজবাংলাদেশ/এনএইচ/এমএম
নিউজবাংলাদেশ.কম