উত্তর নেই ‘স্তম্ভিত’ পুলিশের কাছে
বৃহস্পতিবার রাতে বইমেলা থেকে ফেরার পথে যে স্থানটিতে অভিজিতের ওপর হামলা হয়, সেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই ছোটবেলা কেটেছে যুক্তরাষ্ট্রপ্রবাসী এই লেখকের। তার বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের অধ্যাপক অজয় রায় এ হত্যাকাণ্ডের জন্য দায়ী করেছেন ‘উগ্র জঙ্গিবাদীদের’।
পুলিশও জঙ্গিবাদীদের দিকে আঙুল তুলেছে, কিন্তু শাহবাগ থানা থেকে মাত্র আড়াইশ গজ দূরত্বে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে কীভাবে তারা একই কায়দায় বার বার হামলা করছে তার কোনে সদুত্তর পুলিশ কর্তাদের কথায় মেলেনি।
অভিজিৎ রায় খুন হওয়ার পর একদিন পেরিয়ে গেলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তদন্তের দায়িত্ব পাওয়া গোয়েন্দা পুলিশ কোনো অগ্রগতির খবরও দিতে পারেনি।
ঢাকার পুলিশ কামিশনার আছাদুজ্জামান মিয়া শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জঙ্গিরা কতোটা ডেসপারেট হতে পারে তার প্রমাণ দিয়েছে গতকাল। পাশেই থানা, বইমেলার প্রবেশমুখে পুলিশ, সবগুলো প্রবেশপথে পুলিশ... এরপরও এখানে একটা ঘটনা ঘটিয়ে গেছে তারা।”
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিলন চত্বরের উল্টো পাশে সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ফুটপাতে কুপিয়ে আহত করা হয় মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎও তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যাকে।
নিউজবাংলাদেশ.কম