ক্রিকেটেই ব্যস্ত সচিবালয়
ঢাকা: বাংলাদেশ-ভারত ক্রিকেট খেলা নিয়ে এখন উচ্ছ্বসিত গোটা দেশ। সরকারি অফিসগুলোতেও চলছে মাতামাতি। বাদ নেই বাংলাদেশ সচিবালয়। মন্ত্রী-সচিব থেকে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা এখন ব্যস্ত খেলা দেখায়।
আজ বৃহস্পতিবার সকালে খেলা শুরু হওয়ার পর থেকেই মন্ত্রী-সচিব থেকে উর্ধ্বতন কর্মকর্তাদের রুমে খেলাকে কেন্দ্র করে আড্ডা বসে। সবাই একসঙ্গে উপভোগ করছেন খেলার আনন্দ। এ আনন্দ থেকে বাদ যাচ্ছেন না নারী কর্মকর্তা-কর্মচারীরাও।
অনেককেই আক্ষেপ করতে শোনা গেছে, ইস, বাসায় বসে যদি পরিবারের সঙ্গে উপভোগ করতে পারতাম খেলাটা! সরকার আজকের দিনটি ছুটি ঘোষণা করলে পারত। এতে সবাই খুশি হতো।
পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে এরকম একটি বৈঠক চলছিল। আমাদের টাইগারটা ভালো খেললে বিভিন্ন দপ্তর থেকে ভেসে আসছে উল্লাসের ধ্বনি। অন্য কোনো মন্ত্রণালয়ে এরকম কোনো বৈঠক হয়নি।
সারাদেশের মতো খেলা নিয়ে মেতে উঠেছে সচিবালয়। মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রীসহ সব মন্ত্রণালয়ে এখন খেলা নিয়ে টানটান উত্তেজনা বিরাজ করছে।
বাদ নেই সচিবালয়ের নিরাপত্তাকর্মীরা, গাড়ির ড্রাইভার ও সাধারণ কর্মচারীরা। মোবাইলে হেড ফোন লাগিয়ে তাদেরকে দেখা গেছে খেলার ধারাভাষ্য শুনতে।
নিউজবাংলাদেশ.কম/টিআইএস/এটিএস
নিউজবাংলাদেশ.কম