News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:২২, ১৯ মার্চ ২০১৫
আপডেট: ১৩:৫২, ১৮ জানুয়ারি ২০২০

জুনে শেষ হচ্ছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাজ

জুনে শেষ হচ্ছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাজ

ঢাকা: চলতি বছর ১০ এপ্রিল গাজীপুরের মাওনা ফ্লাইওভার উদ্বোধন করা হবে এবং জুনের মধ্যে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চারলেনের কাজ শেষ হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।

মন্ত্রী বলেন, আসন্ন বর্ষা মৌসুম ও ঈদুল ফিতর উপলক্ষে সড়ক-মহাসড়কে যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখতে দেশের ১০টি জোন, ২০টি সার্কেলের প্রকৌশলী ও প্রকল্প কর্মকর্তাদের এ সভা থেকে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, আগামী বর্ষা এবং ঈদেরে আগে যেকোনো মূল্যে জাতীয়, আঞ্চলিক ও জেলা সড়ক সচল করতে হবে। এ ব্যাপারে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, আগামী জুনের মধ্যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ১২০ কিলোমিটার নির্মাণ কাজ শেষ হবে। ঢাকা-চট্টগ্রাম চার লেন মহাসড়কের ২৪৩ কিলোমিটারের মধ্যে ২৩৪ কিলোমিটারের কাজ শেষ হয়েছে। ১৪টি ব্রিজ ও কালভার্টগুলোর কাজও প্রায় শেষ।

নিউজবাংলাদেশ.কম/টিআইএস/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়