১০ এপ্রিল মাওনা ফ্লাইওভার উদ্বোধন
ঢাকা: আগামী ১০ এপ্রিল গাজীপুরের মাওনা ফ্লাইওভার যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, “প্রধানমন্ত্রীর সম্মতি সাপেক্ষে আগামী মাসের ১০ তারিখ মাওনা ফ্লাইওভার ব্রিজ উদ্বোধন করা হবে।”
বৃহস্পতিবার সেতু বিভাগের বিভিন্ন প্রকল্প, আগামী রমজান, ঈদ এবং বর্ষা মৌসুমে দেশের বিভিন্ন সড়ক, মহাসড়ক, স্থানীয় ও আঞ্চলিক সড়ক উন্নয়ন বিষয়ক সভা শেষে সাংবাদিকদের তিনি কথা জানান।
সভায় বিভিন্ন প্রকল্প পরিচালক এবং ঠিকাদারি প্রতিষ্ঠান প্রসঙ্গে মন্ত্রী বলেন, “দেখা যায় বর্ষা এলেই রাস্তা নষ্ট হয়ে যায়। এক্ষেত্রে অধিক সতর্কতার সঙ্গে কাজ করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে না পারলে সংশ্লিষ্ট ঠিকাদারদের কার্যাদেশ বাতিলসহ কালোতালিকাভুক্ত করা হবে।”
নিজ বিভাগ সম্পর্কে সেতুমন্ত্রী বলেন, “এই মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কাজের সঙ্গে সম্পৃক্ত ইঞ্জিনিয়ার এবং কর্মকর্তাদের ছুটি, বদলির ক্ষেত্রে কোনো রোজনৈতিক তদরিব গ্রহণ করা হবে না। এক্ষেত্রে শুধুমাত্র মানবিক দিক বিবেচনা করা হবে।”
নিউজবাংলাদেশ.কম/টিআইএস/এফএ
নিউজবাংলাদেশ.কম