News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:৩৬, ১৯ মার্চ ২০১৫
আপডেট: ১৩:৫৩, ১৮ জানুয়ারি ২০২০

সিংড়ার ইটালী ইউনিয়নে চলছে উপ-নির্বাচন

সিংড়ার ইটালী ইউনিয়নে চলছে উপ-নির্বাচন

নাটোর: নাটোরের সিংড়া উপজেলার ইটালী ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে একটানা ভোট চলবে বিকাল ৪টা পর্যন্ত।

সকাল থেকে প্রতিটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। এর মধ্যে নারী ভোটারদের সংখ্যা ছিল বেশি। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে পুরুষ ভোটারদের সংখ্যা।

চেয়ারম্যান পদে মোট তিন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা হলেন, আওয়ামীলীগ সমর্থিত আরিফুল ইসলাম,বিদ্রোহী প্রার্থী মরহুম চেয়ারম্যান বাবুর ভাই জাহেদুল ইসলাম জিন্নাহ ও বিএনপি সমর্থিত প্রার্থী আব্দুস সোবাহান।

উপ-নির্বাচনে মোট নয়টি কেন্দ্রে ২০ হাজার ৫৪৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রে একজন করে ম্যাজিষ্ট্রেটের পাশাপাশি পুলিশ, র‌্যাব ও আনসার সদস্যসহ চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া ভোটকেন্দ্রসহ নির্বাচনী এলাকায় বিজিবি টহল দিচ্ছে।

গত বছরের ২৮ ডিসেম্বর ইটালী ইউনিয়নের চেয়ারম্যান জহুরুল ইসলাম বাবুর মৃত্যুতে চেয়ারম্যান পদটি শূন্য হলে ওই ইউনিয়নে উপ-নির্বাচনের দিন ধার্য্য করে নির্বাচন কমিশন।

নিউজবাংলাদেশ.কম/এমএইচ/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়