সালাহ উদ্দিনের গুমের দায় সরকার এড়াতে পারে না
ঢাকা: বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের গুমের দায় সরকার এড়াতে পারে না। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। সরকার এ দায়িত্ব পালনে ব্যর্থ হলে ক্ষমতায় থাকার সকল নৈতিক অধিকার হারিয়ে ফেলে।
বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বৃহস্পতিবার এক বিবৃতিতে এসব কথা বলেন।
বিবৃতিতে নেতৃদ্বয় অবিলম্বে সালাহ উদ্দিন আহমেদকে অক্ষত ও সুস্থ অবস্থায় তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি পুনর্ব্যক্ত করেন। তাঁরা সালাহ উদ্দিনকে খুঁজে বের করার জন্য সরকারকে বাধ্য করতে দেশের সকল গণতন্ত্রমনা, মানবিক মূল্যবোধসম্পন্ন ব্যক্তি, সংগঠন ও দলের প্রতি সোচ্চার হওয়ার আহ্বান জানান।
বিবৃতিতে তাঁরা বলেন, সালাহ উদ্দিনের পরিবারের সদস্যদের পাশাপাশি দেশবাসীর উৎকন্ঠা মানবিক মূল্যবোধহীন এই অনৈতিক সরকারের আচরণে কোনো প্রভাব সৃষ্টি করতে পারছে না। বরং দেশের একজন রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী ও সাবেক সংসদ সদস্যকে রাতের অন্ধকারে তুলে নিয়ে যাওয়ার পরও সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কান্ডজ্ঞানহীন বক্তব্য ও নিষ্ঠুর রসিকতা দেশবাসীকে স্তম্ভিত ও ক্ষুব্ধ করেছে।
নিউজবাংলাদেশ.কম/এফই
নিউজবাংলাদেশ.কম