পঞ্চগড়ে পলিটেকনিক ছাত্রকে হত্যার চেষ্টা
পঞ্চগড়: জেলার বোদা উপজেলায় দীপক কুমার লাহেরী (১৯) নামে এক পলিটেকনিক ছাত্রকে হত্যার চেষ্টা করেছে তার বন্ধু ও ভাড়াটে লোকজন।
বুধবার রাত সাড়ে নয়টায় উপজেলা সদরের জমাদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
বন্ধুর ভাড়াটে লোকজনের ছুরিকাঘাতে গুরুতর জখম ওই কলেজছাত্রকে আশঙ্কাজনক অবস্থায় বোদা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ঠাকুরগাঁও হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে রাতেই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
দীপক ওই এলাকার ঝিনুকপাড়া গ্রামের কমলেস কুমার লাহেরীর ছেলে। তিনি ঢাকা তেজগাঁও পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের ৩য় বর্ষের ছাত্র।
স্থানীয়রা জানান, কয়েকদিন আগে পরীক্ষা শেষে দীপক কুমার বাড়িতে আসেন। বুধবার সন্ধ্যায় বন্ধুদের ফোন পেয়ে বাড়ি থেকে বের হয়ে যান। রাতে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে বোদা উপজেলা সদরের জমাদারপাড়া গ্রামের এক ফাঁকা মাঠের নির্জন জায়গায় পৌঁছালে দুটি মোটরসাইকেল নিয়ে তার সহপাঠীসহ কয়েকজন যুবক গতিরোধ করে দাঁড়ায়। হঠাত্ তারা দীপককে মারধর শুরু করে। এসময় চিত্কার করলে তারা
তার গলা, বুক ও পেটে ধারালো ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়।
ছুরিকাঘাতে তার শ্বাসনালী অধিকাংশ কেটে যায় এবং বুক ও পেট মারাত্মকভাবে জখম হয়। চিত্কার শুনে স্থানীয়রা এসে গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
হাসপাতালে নেয়ার পথে দীপক স্থানীয়দের জানান, ঠাকুরগাঁও মুন্সিরহাট এলাকার সবুজ নামে তার এক বন্ধু তার লোকজন নিয়ে তাকে হত্যার চেষ্টা করেছে। ঘটনা পরপরই ঘটনাস্থলের পার্শ্ববর্তী এক বাঁশবাগানে রক্তমাখা জামাকাপড় বদলানোর সময় এক যুববকে স্থানীয়রা আটক করে বোদা থানা পুলিশের হাতে তুলে দেয়।
পুলিশ জানায়, আটককৃত যুবকের নাম সায়হাম (২২)। সে রংপুর নীলকণ্ঠ এলাকার এনামুল হকের ছেলে।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আটককৃত ওই যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককেই গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।”
নিউজবাংলাদেশ.কম/এফএ
নিউজবাংলাদেশ.কম