News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:৫৩, ১৮ মার্চ ২০১৫
আপডেট: ১৩:৪৯, ১৮ জানুয়ারি ২০২০

সীমান্ত অপরাধ কমাতে এলাকাবাসী-বিজিবি মতনিময়

সীমান্ত অপরাধ কমাতে এলাকাবাসী-বিজিবি মতনিময়

দিনাজপুর: সীমান্তের শূন্যরেখা অতিক্রম, অবৈধভাবে ভারতীয় জমি চাষ, চোরাচালান ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে বিজিবির সাথে সীমান্তবর্তী এলাকাবাসীর মতবিনিময় সভা হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১১ টায় দিনাজপুর বিরামপুর উপজেলার দাউদপুর সীমান্তের পার্শ্ববর্তী ঈদগাহ মাঠে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বিজিবি দিনাজপুর সেক্টরের কমান্ডার কর্নেল হ্লা হেন মং। কাটলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ২৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কুরবান আলী, কাটলা কলেজের প্রিন্সিপাল আব্দুল হান্নান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মঈনুল হক প্রমুখ।

অনুষ্ঠানে বলা হয়, “অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করা বেআইনি। যার কারণে সীমান্তে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম হয়। এছাড়া অবৈধভাবে ভারতীয় জমি চাষ করাও এক প্রকারের অপরাধ। সীমান্তে চোরাচালান, মাদক পাচার, কিংবা অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ ঠেকাতে পারে জনগণই। এ ব্যাপারে জনগণ ‍যদি সচেতন হয়, তাহলে সীমান্তে অপরাধ যেমন কমবে, পাশাপাশি কমবে বিএসএফ সদস্যদের হাতে নিহত কিংবা ধরে নিয়ে যাওয়ার ঘটনা।”
 
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়