News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:৩২, ১৮ মার্চ ২০১৫
আপডেট: ০৩:০৮, ৪ আগস্ট ২০২০

ত্রয়োদশ বিসিএস ফোরামের সাধারণ সভা ২৪ এপ্রিল

ত্রয়োদশ বিসিএস ফোরামের সাধারণ সভা ২৪ এপ্রিল

ঢাকা: বিসিএস ফোরামের ১৩তম বার্ষিক সাধারণ সভা ও ১৯তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠান ২৪ এপ্রিল শুক্রবার অনুষ্ঠিত হবে। ওইদিন বিকাল তিনটায় রাজধানীর ইস্কাটন বিয়াম মিলনায়তনে সভা অনুষ্ঠিত হবে।

ত্রয়োদশ বিসিএস ফোরাম সদস্য ও সিনিয়র তথ্য অফিসার স ম গোলাম কিবরিয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এ উপলক্ষে একটি স্মরণিকা প্রকাশ করার লক্ষ্যে পুনর্মিলনীতে অংশগ্রহণের জন্য ১৩তম বিসিএসের সকল ক্যাডার সদস্যকে ১৫ এপ্রিলের মধ্যে নাম নিবন্ধন করতে হবে। নাম নিবন্ধনকালে পাসপোর্ট আকারের এক কপি রঙিন ছবি দেয়ার জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে।   

পুনর্মিলনী অনুষ্ঠানে ফোরামের সদস্য কৃতী সন্তানদের সংবর্ধিত করা হবে। ২০১৪ সালের প্রাথমিক সমাপনী ও জেএসসি পরীক্ষায় এ+ এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ অর্জনকারীদের অভিভাবককে সার্টিফিকেট অথবা ফলাফল সিটের সত্যায়িত ফটোকপি জমা দিয়ে নাম নিবন্ধনের জন্য অনুরোধ করা হয়েছে।  

পুনর্মিলনীতে অংশগ্রহণ ও কৃতী সন্তানের নাম নিবন্ধনের জন্য আব্দুল্লাহ মাহমুদ ফারুক ০১৫৫০১৫১২৭১, ডা. নাজমুল ইসলাম মুন্না ০১৭১১২৬৯১৭০, রিয়াজুল হাকিম বাবুল ০১৭১১১৭৩১৩২ ও আতাউর রহমান ০১৯২৪৩১৪২১৯ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/জেএস/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়