News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৪৪, ১৮ মার্চ ২০১৫
আপডেট: ১৩:৪৯, ১৮ জানুয়ারি ২০২০

বাংলাদেশের জয় কামনায় দোয়া ও প্রার্থনা

বাংলাদেশের জয় কামনায় দোয়া ও প্রার্থনা

ঢাকা: আর কয়েক ঘণ্টা পরে বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। টাইগারদের সামনে ইতিহাসের হাতছানি।

আগামীকাল শেষ আটের মহারণে ওয়ানডে ক্রিকেটের বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে হারাতে পারলেই প্রথমবার সেমিফাইনাল খেলার সুযোগ পাবে মাশরাফি বাহিনী। খেলায় কে জিতবে, মাঠের পারফরম্যান্সেই নির্ধারিত হবে তা! তবে দর্শকরা নিজেদের আবেগ আর প্রচেষ্টায় কোনো কমতি রাখছেন না। এজন্য বুধবার দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ধর্মালম্বীরা বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে বাংলাদেশের জয়ের জন্য দোয়া ও প্রার্থনা সভার আয়োজন করেন।

যশোরের মোঃ হালিম রেজার আবেগ যেন একটু বেশীই। এমনিতে নিজে ফুটবল খেলতেন কিন্তু ক্রিকেটের প্রতিও তার ভলোবাসা কম নয়। মাহমুদউল্লাহ রিয়াদ-সাকিব আল হাসানদের দুরন্ত পারফরম্যান্সে গর্বে বুকটা ফুলে উঠে তার। তাই ফুরসত পেলেই দেশের ক্রিকেটের মঙ্গল কামনায় নেমে পড়েন তিনি। কিন্তু বুধবার দিনটা আর দশটি দিনের মতো ছিল না তার কাছে। কারণ; একদিন বাদেই তার প্রিয় দল ভারতের মুখোমুখি দাড়াবে।

কিছু তো একটা করতেই হয়। তাহলে কি করা যায়? শেষে সিদ্ধান্ত নিলেন দোয়া মাহফিলের আয়োজন করবেন। যেই কথা, সেই কাজ। যশোরের জিলা স্কুলের সামনে মুজিব সড়কে বাংলাদেশ দলের জয় কামনায় মাহফিলের আয়োজন করলেন।

এদিক দিয়ে পিছিয়ে ছিলেন না বগুড়ার ক্রীড়ামোদিরাও। বাংলাদেশ ক্রিকেট দলের জয় প্রত্যাশা করে শহরের সনাতন ধর্মালম্বীরা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ব্যানারে বিশেষ এক প্রার্থনা সভার আয়োজন করেন। সে প্রার্থনায় ভারতের বিপক্ষে খেলায় বাংলাদেশের জয়ের জন্য ঈশ্বরের সাহায্য চাওয়া হয়।

নিউজবাংলাদেশ.কম/এফকে/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়