অস্ত্র ও বুলেটসহ যুবলীগ নেতা গ্রেপ্তার
মিরসরাই: মিরসরাইয়ে একটি দেশীয় অস্ত্রসহ এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে মিরসরাই থানা পুলিশ। তার নাম মাইনুল হাসান রিমু (২৫)।
বৃহস্পতিবার দুপুর দুটার সময় উপজেলার ১২ নম্বর খৈয়াছরা ইউনিয়নের মসজিদিয়া গ্রামের দেওয়ান আলী ভূঁইয়ার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। রিমু উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য।
মিরসরাই থানার উপপরিদর্শক (এসআই) মকিবুল হাসান জানান, থানার ওসি ইমতিয়াজ এমকে ভূঁইয়ার নেতৃত্বে পুলিশের একটি দল মসজিদিয়া দেওয়ান আলী ভূঁইয়ার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। এ সময় বাথরুম থেকে দেশীয় তৈরি অস্ত্র (এলজি), তার ঘরের খাটের নিচে তল্লাশি করে একটি শিসা বুলেট উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
খৈয়াছরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহফুজুল হক জুনু মেম্বার বলেন, তার বাড়ি কাটাছরায় হলেও সে দীর্ঘদিন ধরে মসজিদিয়ায় তার নানার বাড়িতে থাকত। রিমু মাদকাসক্ত ছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলার কাটাছরা ইউনিয়নের একাধিক বাসিন্দা বলেন, “রিমুর অত্যাচারে কাটাছরার মানুষ অতিষ্ঠ ছিল। সে নিয়মিত চাঁদাবাজি করত। মাইনুল হাসান রিমু উপজেলার ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের কাটাছরা গ্রামের মো. শাহজাহান প্রকাশ ডুবাইওয়ালা শাহজাহানের ছেলে।
মিরসরাই উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক নুরুল আবছার সেলিম জানান, রিমু সংগঠন বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত ছিল। ইতোমধ্যে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার জন্য দলীয়ভাবে সিদ্ধান্ত গৃহিত হয়।
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম