তিন সিটির নির্বাচন ২৮ এপ্রিল
ঢাকা: ঢাকার দুই সিটি করপোরেশন ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী আগামী ২৮ এপ্রিল তিন সিটির নির্বাচন অনুষ্ঠিত হবে।
বুধবার নির্বাচন কমিশনের বৈঠক শেষে বিকেল পৌনে চারটার দিকে এ তফসিল ঘোষণা করা হয়।
তফসিলে বলা হয়েছে, মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ২৯ মার্চ। ১ ও ২ এপ্রিল বাছাই এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৯ এপ্রিল।
নির্বাচনকে ঘিরে সহিংসতার আশঙ্কা নেই জানিয়ে সিইসি কাজী রকিব উদ্দীন আহমদ বলেন, “আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করেছি। সহিংসতার আশঙ্কা নেই বলে তারা আমাদেরকে জানিয়েছে। তারপরও চোরাগুপ্তা হামলার বিষয়ে আমরা সতর্ক থাকতে বলেছি। আবারও তাদের সঙ্গে বৈঠক করে প্রার্থী ও ভোটারদের সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করবো।”
সেনাবাহিনী মোতায়েন প্রসঙ্গে কাজী রকিব বলেন, “সেনা মোতায়েনের বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়া হয়নি। এ সিদ্ধান্ত পরে নেবো। পরিস্থিতি অনুযায়ী আমরা ব্যবস্থা নেবো।”
নিউজবাংলাদেশ.কম/এমএ/এমএম
নিউজবাংলাদেশ.কম