News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:০০, ১৮ মার্চ ২০১৫
আপডেট: ১৬:১৪, ১৩ ফেব্রুয়ারি ২০২০

দর্শনার্থীর আগুনে ছন পেয়ারা বাগান পুড়ে ছাই

দর্শনার্থীর আগুনে ছন পেয়ারা বাগান পুড়ে ছাই

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে অবস্থিত বঙ্গবন্ধু ইকোপার্কে দর্শনার্থীদের ফেলা সিগারেটের আগুন লেগে ছন ও পেয়ারা বাগান ভস্মীভূত হয়েছে।

বুধবার দুপুর একটার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় দর্শনার্থী ও পশু পাখির কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পার্কের প্রায় পাঁচ একর জমির ছন ক্ষেত ও পেয়ারা বাগান পুড়ে ছাই হয়ে যায়।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মো. জামিল উদ্দিন জানান, বুধবার দুপুরে হঠাৎ করে ইকোপার্কে আগুন লেগে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে।

তিনি জানান, দর্শনার্থীদের ফেলা জ্বলন্ত সিগারেট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

খবর পেয়ে সিরাজগঞ্জ ও টাঙ্গাইল থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।


উল্লেখ্য, সেতু উদ্বোধনের পর বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ও বন বিভাগ থেকে সেতুর উভয়পাড়ে ইকোপার্ক নামে দুটি পৃথক ছোট পার্ক আকৃতির বনাঞ্চল গড়ে তোলা হয়।

 
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ


 

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়