News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৩৮, ১৮ মার্চ ২০১৫
আপডেট: ১৩:৫০, ১৮ জানুয়ারি ২০২০

প্রশাসনের বিভিন্ন পদে রদবদল

প্রশাসনের বিভিন্ন পদে রদবদল

ঢাকা: প্রশাসনের বিভিন্ন পদে রদবদল ঘটানো হয়েছে। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একাধিক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, বিনিয়োগ বোর্ডের সচিব ড. মো. খালেদ হোসেনকে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিচালক হিসেবে পদান্তর করা হয়েছে। এছাড়া পানিসম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব মো. আইয়ুব আলীকে বিনিয়োগ বোর্ডের সচিব করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রণালয় অধিনস্থ ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মেইন্টেন্যান্স ইঞ্জিনিয়ার পদে প্রেষণে কর্মরত বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা মেজর এ এইচ এম তাহসিনকে তার পদ থেকে প্রত্যাহার করা  হয়েছে।

প্রজ্ঞাপনে আরো জানানো হয়, বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের উপপরিচালক ডা. শেখ মুসলিমা মুনকে মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক করা হয়েছে। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. নাজমুল আলমকে বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক পদে নিযুুক্ত করা হয়েছে।

(বিসিএস ইকোনমিক একাডেমি প্রতিষ্ঠা প্রকল্প) এর পরিকল্পনা কমিশনের সহকারী প্রকল্প পরিচালক খানজাদা শাহরিয়ার বিন মান্নানকে বাংলাদেশ হাওর ও জলাভুমি উন্নয়ন বোর্ডের সহ-পরিচালক পদে নিয়োগ দেয়া হয়েছে।

নরসিংদী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ড. আরেফিনা বেগমকে ইসি সাহায্যপুষ্ট স্কুল ফিডিং প্রোগ্রাম সহকারী প্রকল্প পরিচালক করা হয়েছে। এছাড়া সচিবালয় শাখায় ন্যস্ত সহকারী সচিব আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরো যাদের পদ রদবদল ঘটানো হয়েছে তারা হলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. মনিরুল আলমকে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ উপ-পরিচালক করা হয়েছে। রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মো. শাহাবুদ্দিন খানকে বিদ্যুৎ বিভাগের হিসাবরক্ষণ কর্মকর্তা করা হয়েছে।

এছাড়া বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের উপ-পরিচালক (সিনিয়র সহকারী সচিব) অলিউর রহমানকে বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবের একান্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

এছাড়া বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের উপ-পরিচারক (সিনিয়র সহকারী সচিব ) মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে বাংলাদেশ সরকারি কর্মকমিশন চেয়ারম্যানের একান্ত সচিব করা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/টিআইএস/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়