News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:২৪, ১৮ মার্চ ২০১৫
আপডেট: ০৩:৪৮, ১৮ জানুয়ারি ২০২০

এসএমএসে ভোটকেন্দ্র

তিন সিটির ভোটার সংখ্যা ৬০ লাখ ৪২ হাজার ৫৬৮

তিন সিটির ভোটার সংখ্যা ৬০ লাখ ৪২ হাজার ৫৬৮

ঢাকা: ভোট কেন্দ্র ও প্রয়োজনীয় তথ্য জানতে এবারও এসএমএস সার্ভিস চালু করেছে নির্বাচন কমিশন। এবার তিন সিটির মোট ভোটার সংখ্যা ৬০ লাখ ৪২ হাজার ৫৬৮ জন। এর মধ্যে ঢাকার দুই সিটির ভোটার সংখ্যা ৪২ লাখ ১৯ হাজার ৬৭৬ জন।

বুধবার নির্বাচন কমিশন সূত্রে এসব তথ্য জানা যায়।

ভোটকেন্দ্রের তথ্য সম্পর্কে সিইসি জানান, ভোটাররা নির্দিষ্ট নম্বরে এসএমএস করে তাদের কেন্দ্রের নাম ভোটার সিরিয়াল নম্বর সহজেই জেনে নিতে পারেন। এতে তাদের ভোট দিতে গিয়ে কম ঝামেলা পোহাতে হবে। সহজেই কেন্দ্রে গিয়ে সবাই ভোট দিতে পারবে।

ভোটাররা মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে ইংরেজিতে ID লিখে স্পেস দিয়ে ১৭ সংখ্যার জাতীয় পরিচয়পত্রের নম্বর লিখে ২২৩৩ নম্বরে পাঠাতে হবে। তবে জাতীয় পরিচয়পত্রের নম্বর ১৩ সংখ্যার হলে প্রথমে জন্ম সাল এবং তারপর ১৩ সংখ্যার পরিচয়পত্রের নম্বর লিখে ২২৩৩ নম্বরে পাঠাতে হবে। ফিরতি মেসেজে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের নাম  জানা যাবে।  

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, এবার ঢাকা উত্তর সিটিতে মোট ভোটার সংখ্যা ২৩ লাখ ৪৯ হাজার ৩১৩ জন। এর মধ্যে ১১ লাখ ২৭ হাজার ৫৭১ জন পুরুষ ও ১১ লাখ ২১ হাজার ৭৪২ জন নারী ভোটার রয়েছেন। ৩৬টি ওয়ার্ড নিয়ে এ সিটিতে ১০৮৭ টি সম্ভাব্য ভোটকেন্দ্রে ৫৮২৮টি সম্ভাব্য ভোটকক্ষ থাকবে।
 
ঢাকা দক্ষিণ সিটিতে ১৮ লাখ ৭০ হাজার ৩৬৩ জন ভোটার রয়েছেন। এরমধ্যে ১০ লাখ ৯ হাজার ৭০ জন পুরুষ ও ৮ লাখ ৬১ হাজার ২৯৩ জন নারী ভোটার রয়েছেন। ৫৭টি সাধারণ ওয়ার্ড নিয়ে গঠিত এ সিটিতে সম্ভাব্য ৮৭৩ টি ভোটকেন্দ্র ও ৪৪৩৯টি ভোটকক্ষ থাকবে।
 
৪১টি ওয়ার্ড নিয়ে গঠিত চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ১৮ লাখ ২২ হাজার ৮৯২ জন ভোটার রয়েছেন। এতে ৯ লাখ ৪৪ হাজার ৫৬৩ জন পুরুষ ভোটার ও ৮ লাখ ৭৮ হাজার ৩২৯ জন নারী ভোটার রয়েছেন। এ সিটি নির্বাচনে সম্ভাব্য ৭৫০টি ভোটকেন্দ্রে ৫২৫০টি ভোটকক্ষ থাকবে।
 
ভোটগ্রহণের দিন তিন সিটি করপোরেশন এলাকায় সাধারণ ছুটি থাকবে।

প্রসঙ্গত, ২০০২ সালের ২৫ এপ্রিল সর্বশেষ ঢাকা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। তখন ডিসিসি অবিভক্ত ছিল। সে নির্বাচনে মেয়র পদে ২০ জন, কাউন্সিলর পদে ৫৭১ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০৩ জন প্রতিন্দ্বন্দ্বিতা করেন।
 
২০১০ সালের ১৭ জুন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সে নির্বাচনে মেয়র পদে ৩২০ জন, কাউন্সিলর পদে ২৫৩ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৫৯ জন প্রতিন্দ্বন্দ্বিতা করেন।


 
নিউজবাংলাদেশ.কম/এমএ/কেজেএইচ


 

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়