News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৩৩, ১৮ মার্চ ২০১৫
আপডেট: ০৩:৪৮, ১৮ জানুয়ারি ২০২০

দরকার সহিংসতার বিরুদ্ধে সংলাপ

দরকার সহিংসতার বিরুদ্ধে সংলাপ

ঢাকা: যে দেশে ক্ষমতায় যাওয়ার জন্যে অন্তসত্ত্বা নারী ও শিশুকে পুড়িয়ে মারা হয় সে দেশে সহিংসতার বিরুদ্ধে জাতীয় সংলাপ হওয়া দরকার বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।

বুধবার রাজধানীর খিলগাঁওয়ের পল্লীমা সংসদে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক আয়োজিত র‌্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

চুমকি বলেন, “আগে মানবতা তারপর ক্ষমতা। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যেতে হলে নারী ও শিশুকে যথাযথ সম্মান প্রদর্শণ করেই যেতে হবে। নারী ও শিশুকে পুড়িয়ে মেরে কেউ ক্ষমতার মসনদে বসতে পারবে না। আন্দোলন সংগ্রামের নামে বাংলাদেশের নিরীহ মানুষকে পুড়িয়ে মারা হচ্ছে। নারী ও শিশুরাই সবচেয়ে বেশী সহিংসতার স্বীকার হচ্ছে। সাধারণ মানুষকে এই নির্মম হত্যাকান্ডের বিরুদ্ধে দাড়াতে হবে।”

প্রতিমন্ত্রী বলেন, “সুযোগ পেলে বাংলাদেশের নারীরা ট্রেন, বিমান চালাতে পারবে। বর্তমান সরকার নারীদেরকে সেই সুযোগ সৃষ্টি করে দিচ্ছে। কিন্তু কতিপয় বিচ্ছিন্ন ও ধর্মান্ধ লোকের সহচার্যে খালেদা জিয়া নারীর অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায়।”

অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আঞ্চলিক কর্মকর্তা শাহনেওয়াজ দিলরুবা খান।

নিউজবাংলাদেশ.কম/টিআইএস/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়