News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:২৫, ১৮ মার্চ ২০১৫
আপডেট: ০৩:৪৮, ১৮ জানুয়ারি ২০২০

স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

নেত্রকোনা: দাম্পত্য কলহ ও যৌতুক না দেয়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ১৮ মার্চ বুধবার দুপুরে নেত্রকোনা জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আব্দুল হামিদ এ রায় দেন।

আদালত সূত্রে জানা যায়, জেলার কেন্দুয়া উপজেলার স্বল্প মাইজহাটী গ্রামের শরফুল জামানের পুত্র রুবেল মিয়া ও ফাতেমা খাতুন ঘটনার আট বছর পূর্বে ভালোবাসার সম্পর্কের ‍সূত্র ধরে একে অপরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। কিন্তু বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে ঝগড়া-বিবাদ লেগে থাকত এবং যৌতুকের জন্য স্ত্রী ফাতেমা খাতুনের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাত স্বামী রুবেল মিয়া।

এরই জের ধরে ২০০৯ সালের ২৫ আগস্ট সন্ধ্যায় স্বামী রুবেল মিয়া ধারালো কাঁচি দিয়ে স্ত্রী ফাতেমা খাতুনকে জবাই করে হত্যা করে। পরে স্থানীয় লোকজন ঘটনাটি জানতে পেরে ঘাতক রুবেলকে আটক করে পুলিশে সোপর্দ করে।

এব্যাপারে মৃতের বড় ভাই শফিকুল ইসলাম বাদী হয়ে রুবেল মিয়াকে আসামি করে পরদিন কেন্দুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ ওই বছরের ২৯ সেপ্টেম্বর আদালতে চার্জশিট দাখিল করে। ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণশেষে বুধবার এ দণ্ডাদেশ দেয়া হয়। এসময় আসামি রুবেল মিয়া আদলতে উপস্থিত ছিল।

 

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি আব্দুল কাদির ভূঁইয়া এবং আসামি পক্ষে অ্যাডভোকেট সামছুদ্দিন আহম্মেদ।

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

                            

 

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়