নব দম্পতিদের জন্য ট্রেনের টিকিট ফ্রি
ঢাকা: বাংলাদেশের যে কোনো জায়গায় ভ্রমণের জন্য নব দম্পতিদের বিনামূল্যে ট্রেনের টিকিট দেয়া হবে। আগেভাগে বিয়ে করে মন খারাপের কিছুই নেই, কারণ বঞ্চিত হবেন না পুরনো দম্পতিরাও।
সম্প্রতি ৬৭ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসে আলোচিত রেলমন্ত্রী মুজিবুল হক বুধবার রাজধানীর বনানীতে এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ ঘোষণা দেন।
মন্ত্রীর ঘোষণা অনুযায়ী, নতুন স্ত্রীকে নিয়ে ট্রেন ভ্রমণ করতে চাইলে কমলাপুর রেলওয়ে স্টেশনে এলেই চলবে। তাদের বাংলাদেশের যে কোনো জায়গায় বিনামূল্যে ভ্রমণের টিকিট দেয়া হবে। যেখানে খুশি সেখানে যেতে পারবেন নব বিবাহিত দম্পতিরা। এই সুযোগ থেকে বঞ্চিত হবেন না আগেভাগে বিয়ে করে পুরানো হয়ে পড়া দম্পতিরাও। পুরানোদের মধ্যেও যদি কেউ এ সুযোগ চান তাহলে, তাদেরও বিনামুল্যে টিকিট দেয়া হবে।
জীবনের দীর্ঘসময় পার করে শেষ পর্যন্ত বিয়ের পিঁড়িতে বসায় যারা ধন্যবাদ জানিয়েছেন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রেলমন্ত্রী তাদের প্রতি ব্যক্তিগত কৃতজ্ঞতা জানান। এ সময় রেলমন্ত্রী মুজিবুল হক ‘নতুন বিয়ে করলে ট্রেনের টিকেট ফ্রি দেয়া হবে’ বলে ঘোষণা করেন।
বর্তমানে দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের ওপর ভর করে বোমা মেরে খালেদা জিয়া ক্ষমতায় যেতে পারবেন না। ১৯৭১ সালে রাজাকারদের ওপর ভর করে পাকিস্তানিরা আমাদের দমাতে চেয়েছিল, কিন্তু তারা শেষ পর্যন্ত যুদ্ধে হেরেছে। এবার ২০১৫ সালের আন্দোলনে বিএনপিও হারবে, ব্যর্থ হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের প্রেসিডেন্ট আনোয়ারা বেগম। বক্তব্য দেন, বিশ্ববিদ্যালয়ের ভাইস চেয়ারম্যান ইসরাফিল আলম এমপি, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব (বিশ্ববিদ্যালয়) জিকরুর রেজা খানম, উপাচার্য প্রফেসার এম মাহবুবুর রহমান, ট্রাস্টি সদস্য গোলাম সারোয়ার কবির, তাহেরুল ইসলাম পাটোয়ারি প্রমুখ।
নিউজবাংলাদেম.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম