News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৪:৫৮, ১৮ মার্চ ২০১৫
আপডেট: ০৩:৪৯, ১৮ জানুয়ারি ২০২০

বিকেলে আসছে তিন সিটির তফসিল

বিকেলে আসছে তিন সিটির তফসিল

ঢাকা: ঢাকার দুটি (ডিএনসিসি ও ডিএসসিসি) ও চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) নির্বাচনের তফসিল ঘোষণা আসছে বুধবার বিকেলেই। এ বিষয়ে দুপুর আড়াইটায় বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন। এ বৈঠকেই ভোটের দিনসহ আনুষাঙ্গিক সব নির্ধারণ করা হবে। নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

বৈঠকের বিষয়টি নিশ্চিত করে ইসির এক কর্মকর্তা বলেন, “বৈঠক হচ্ছে। এ বৈঠকেই নির্বাচনের বিষয়গুলো চূড়ান্ত করা হবে। সাধারণত বৈঠক শেষেই তফসিল ঘোষণা করা হয়।”

সিইসির সভাপতিত্বে ইসির বুধবারের বৈঠকে বাকি চার কমিশনার উপস্থিত থাকবেন।

বুধবার তফসিল ঘোষণা এলে এপ্রিলের মধ্যেই অনুষ্ঠিত হবে তিন সিটি করপোরেশনের নির্বাচন।

এর আগে সিইসি জানিয়েছিলেন, এপ্রিলের শেষ অথবা জুনের মাঝামাঝি সময়ের মধ্যেই তিন সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। রোজার আগেই তারা এ নির্বাচনের কাজ সমাপ্ত করতে চান।

গত ১২ মার্চ আইনশৃঙ্খলা বাহিনী ও শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠক করে ইসি। সে বৈঠকেও নির্বাচনের জন্য পরিবেশকে উপযুক্ত বলে মন্তব্য করেছেন সবাই। পরিস্থিতি স্বাভাবিক আছে দাবি করে আইনশৃঙ্খলা বাহিনী থেকে নির্বাচনে সব ধরনের সহযোগিতা করারও আশ্বাস দেয়া হয়। শুক্র ও শনিবার ছাড়া অন্য যেকোনো দিন নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব দেন শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুন।

গত সোমবার পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হকও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করে এপ্রিলের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে প্রস্তাব দেন। সেদিন কমিশন বিষয়টি ভেবে দেখবে বলে আইজিপিকে জানায়।

নিউজবাংলাদেশ.কম/এমএ/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়