News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৩:২৭, ১৮ মার্চ ২০১৫
আপডেট: ০৩:৪৯, ১৮ জানুয়ারি ২০২০

বগুড়ায় যাত্রীবাহী বাসে আগুন

বগুড়ায় যাত্রীবাহী বাসে আগুন

 

বগুড়া: বগুড়ার মহাস্থান এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের বোরহান উদ্দিনের মাজার গেটের সামনে উত্তরণ ফিলিং স্টেশন সংলগ্ন মহাসড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যার পর উত্তরণ ফিলিং স্টেশনের সামনে আল-ফারুক পরিবহণের নামের একটি যাত্রীবাহী বাস (সিলেট-ব-৬৫২০) পার্ক করে রাখা হয়। রাত পৌনে ৯টার দিকে একদল দুর্র্বৃত্ত ওই বাসে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে কোচটি সম্পুর্ণ পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আগুন নেভায়।

সদর থানার ওসি আবুল বাসার জানান, বাসটির নিচে মোমবাতি জ্বালিয়ে মেরামত করার সময় আগুনের সূত্রপাত হয়। এটি নাশকতা নয়।

নিউজবাংলাদেশ.কম/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়