News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৪৪, ১৭ মার্চ ২০১৫
আপডেট: ১২:১৩, ১৮ জানুয়ারি ২০২০

বঙ্গবন্ধু বেঁচে থাকলে দেশটা অন্যরকম হত

বঙ্গবন্ধু বেঁচে থাকলে দেশটা অন্যরকম হত

ঢাকা: বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশ অন্যরকম হত। দেশে এতো অস্থিরতা থাকত না, আমরা একটা রাজাকার মুক্ত বাংলাদেশ পেতাম। তাকে যারা নির্মমভাবে হত্যা করেছিল, তারা বাংলাদেশকে হত্যা করতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ নেতৃবৃন্দ।

সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ আয়োজিত এক মানববন্ধনে সংগঠনের নেতারা এসব কথা বলেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন আইন ছাত্র পরিষদের কেন্দ্রীয় নেতা শহিদুল ইসলাম টিটু, বাংলাদেশ আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লাইকুর জামান মোল্লা, মসিউর রহমান, সেলিমুর রহমান সেলিম, টিপু আহমেদসহ অন্য নেতৃবৃন্দ।

তারা বলেন, “বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল বাংলাদেশকে ধ্বংস করার জন্য। কিন্তু জননেত্রী শেখ হাসিনার জন্য বাংলাদেশ এখনও টিকে আছে। আমাদের একটাই দাবি, বঙ্গবন্ধুর সকল হত্যাকারীর দ্রুত বিচার করা হোক। দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে দেশকে রাজাকারমুক্ত করতে হবে। সকল রাজাকারের বিচার করতে হবে।”

মনব বন্ধনে বক্তারা ২০দলকে উদ্দেশ্য করে বলেন, “আপনারা বঙ্গবন্ধুর আদর্শে দেশ গড়ার পথে এগিয়ে আসুন। না হলে জাতি আপনাদের ক্ষমা করবে না। এই সব জ্বালও পোড়াও বন্ধ করেন।”
        
নিউজবাংলাদেশ.কম/আরবিএস/কেজেএইচ


নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়